ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরেও পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ২৫, ২০২২
লক্ষ্মীপুরেও পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব পালিত

লক্ষ্মীপুর : বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উৎসবে মেতেছে লক্ষ্মীপুরবাসী।

জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজন করা হয় অনুষ্ঠানের।

স্থানীয় জনগণ উচ্ছ্বাসের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান পালন করেন। অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও।

শনিবার (২৫ জুন) সকাল ৯টা থেকে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়াম মাঠকে সাজানো হয় জমকালো আয়োজনে। এ মাঠ থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুরবাসী উপভোগ করেন স্বপ্নের ‘পদ্মা সেতুর’ উদ্বোধনী অনুষ্ঠান।

বেলা ১১ টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। এ সময় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে পদ্মা সেতুর উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের নিমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, সদর উপজেলার পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহিম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রমুখ।

এছাড়া জেলার রামগতিতে উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ র‌্যালির আয়োজন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৫ জুন, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।