ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার, ২ ভাইসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ২৫, ২০২২
বগুড়ায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার, ২ ভাইসহ আটক ৩

বগুড়া: বগুড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিশেষ অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া র‌্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগোরা এলাকার সাইদুল ইসলামের ছেলে রাসেল ইসলাম (২৮), দক্ষিণ হোসেনপুর এলাকার মন্টু মন্ডলের ছেলে রায়হান মন্ডল (২৬) ও তার ভাই রাব্বি মন্ডল  (২০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে বগুড়া কাহালু উপজেলায় বগুড়া-নওগাঁ মহাসড়কে বাংলাদেশ বেতার অফিসের সামনে কুমিল্লা থেকে নওগাঁগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতর থেকে ৪৬ কেজি গাঁজা ও মোবাইলসহ রাসেল, রায়হান ও রাব্বিকে আটক করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকও জব্দ করা হয়।

এ ব্যাপারে বগুড়া র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মোস্তাফিজুর রহমান (সিনিয়র সহকারী পুলিশ সুপার) জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ২৫, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।