ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৩৭ হাজার বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ডিজিটাল কার্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুন ২৬, ২০২২
৩৭ হাজার বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ডিজিটাল কার্ড ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বীর মুক্তিযোদ্ধাদের বহুল প্রত্যাশিত ডিজিটাল সার্টিফিকেট এবং আইডি কার্ড বিতরণ শুরু হচ্ছে বলে জানালেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।  

রোববার (২৬ জুন) রাজধানীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিবহন পুল ভবনে মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদান, চিকিৎসা সেবা প্রদান, সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা সংক্রান্ত বুকলেটের মোড়ক উন্মোচন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন বিষয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রথম পর্যায়ে ১৩টি জেলার ৩৭ হাজার ৯১ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ করা হবে। আগস্ট মাসের মধ্যে বাকি সবার কাছে ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রী জানান, উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতাল এবং ঢাকার ২২টি বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ইতোমধ্যে ১৩ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া আছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনেক সতর্কতার পরেও যে ভুয়া মুক্তিযোদ্ধা নেই এ কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। বাংলাদেশের অভ্যন্তরে বীরাঙ্গনা ব্যতীত আর কেউ নতুন মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে না। এটি একেবারে ওয়েবসাইট থেকেই বন্ধ করা আছে। বর্তমানে শুধুমাত্র বিদেশে যারা আছেন, তারা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারবে।  

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে মহামান্য আদালতে রিট থাকায় নির্বাচন করা সম্ভব হয় নি। আমাদের সমন্বিত তালিকা প্রস্তুত আছে। নির্বাচন কমিশনও গঠন হয়েছে। আশা করছি নির্বাচন কমিশন দ্রুতই তফসিল ঘোষণা করবে।

পরে, সাংবাদিকদের নতুন ডিজিটাল সার্টিফিকেটের বিভিন্ন ফিচার দেখানো হয়। জাতীয় সংগীত, মুক্তিযোদ্ধাদের তথ্য, ৭ মার্চের ভাষণসহ মোট ১৪টি ফিচার সংযুক্ত করা হয়েছে এতে।

মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা, উৎসব ভাতা, আবাসন নির্মাণ, চিকিৎসা ভাতা বাস্তবায়নসহ মোট ১০টি প্রকল্প চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এমকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।