ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুন ২৬, ২০২২
গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা সদরে পুকুরের পানিতে ডুবে তাওসিফ আহমেদ (০৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুন) সকালে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তাওসিফ ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু তাওসিফ সকালে বাড়ির বাইরে খেলতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন তার পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সকাল ১০টার দিকে পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন তার মা। পরে প্রতিবেশী লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্বজনদের ধারণা, শিশুটি বাড়ির বাইরে খেলতে গিয়ে কোনো এক সময় পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোসাব্বির হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।