ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

কাজী এনামুল হক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের চাপায় পিষ্ট হয়ে মা-মেয়ের করুণ মৃত্যু হয়েছে।

নিহত মায়ের নাম নাছিমা বেগম (৩৫) ও মেয়ের নাম সুইটি আক্তার (৮)।

 

বুধবার দুপুর ১২টায় এ দুর্ঘটনাটি ঘটে।

চৌদ্দগ্রাম থানার ওসি কামরুল ইসলাম ও প্রত্যদর্শী সুমন আহমেদ বাংলানিউজকে জানান, বুধবার বেলা ১২টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশার ঘোরাঘোরা গ্রামের প্রবাসী তাজুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম ও মেয়ে সুইটি আক্তার বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে, মহাসড়কের উপজেলার সৈয়দপুর নামক স্থানে রাস্তা পারাপারের সময় সুইটি তার মায়ের হাত ফসকে যায়।   এ সময় মেয়েকে রা করতে মা নাছিমা বেগম দৌড়ে মহাসড়কের ওপরে উঠলে মুহূর্তের মধ্যে চট্টগ্রাম অভিমুখী অজ্ঞাত একটি বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুইটি মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নাছিমা বেগমও মারা যান।

নিহত সুইটি স্থানীয় নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।