ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তরায় রাজউকের অভিযান : ৫ শতাধিক কাঁচাঘর উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

ঢাকা : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বুধবার সকালে রাজধানীর উত্তরায় অবৈধভাবে নির্মিত একটি মসজিদসহ প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

বুধবার সকাল দশটায় উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়ক এবং আশুলিয়া সড়কের উভয় পাশে রাজউকের নিজস্ব জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ওইসব স্থাপনা উচ্ছেদ করা হয়।



ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে রাজউক উত্তরা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মনোয়ার হোসেন, প্রকৌশলী এনাম আহমেদ এবং অর্ধশতাধিক পুলিশ অভিযানে সদস্য অংশ নেয়।

উচ্ছেদ অভিযান চলার সময় ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা বাংলানিউজকে জানান, উচ্ছেদকৃত অবৈধ কাঁচাঘরগুলোর বেশিরভাগের বিরুদ্ধেই অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে।

মসজিদ উচ্ছেদ প্রসঙ্গে জানতে চাইলে রোকন-উদ-দৌলা জানান, রাজউকের জমিতে অবৈধভাবে মসজিদটি নির্মাণের কারণে তা ভেঙে ফেলা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad