ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আজ থেকে ফের চাল ওএমএস-এ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
আজ থেকে ফের চাল ওএমএস-এ

ঢাকা: নিম্ন আয়ের মানুষের জন্য মোটা চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে আজ থেকে নতুন করে খোলাবাজারে চাল বিক্রি বা ওএমএস কার্যক্রম শুরু হচ্ছে।

রাজধানীতে ১০০ টি ট্রাকে করে চাল বিক্রি কার্যক্রম শরু হয়েছে।

বিভাগীয় ও জেলা শহরেও এ কার্যক্রম চলবে।

বন্যাকবলিত উপজেলাগুলোতে দোকান ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া।

তিনি বাংলানিউজকে জানান, প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ২৪ টাকা। একজন ব্যক্তি একসঙ্গে ৫ কেজি চাল কিনতে পারবেন।   সকাল ৯ টা থেকে শুরু হয়ে চাল শেষ না হওয়া পর্যন্ত চাল বিক্রি চলবে।

শুক্র ও মঙ্গলবার বাদে সপ্তাহের পাঁচ দিনই এ কার্যক্রম চলবে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।