ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়ালো সিলেট কর অঞ্চল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০২২
রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়ালো সিলেট কর অঞ্চল

সিলেট: ২০২১-২২ অর্থ বছরে কর অঞ্চল সিলেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮০০ কোটি টাকা। এ বছর সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২১-২২ অর্থ বছরে ৮০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৩৭ কোটি টাকা কর আদায় করা হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ের হার ১০৫ শতাংশ।  

এর আগে ২০২০-২১ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৭২৫ কোটির বিপরীতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ৬৮৭ দশমিক ৭৪ কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে সিলেট কর অঞ্চলের রাজস্ব আহরণের প্রবৃদ্ধি ২১ দশমিক ৭০ শতাংশ। এতে করে সম্মানিত করদাতা ও অংশীজনদের গুরুত্বপূর্ণ ভূমিকায় কৃতজ্ঞতা জানান কর কমিশনার।  

সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার (সদর ও প্রশাসন) মো. আবু সাঈদ বলেন, করোনা মহামারির পর পর দু’টি বন্যা স্বত্ত্বেও সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমের কারণে সিলেট কর অঞ্চল লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে।  

বাংলাদেশ সময: ২০৫৬ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।