ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

কেশবপুরে নরসুন্দরের গলা কাটা মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুলাই ১, ২০২২
কেশবপুরে নরসুন্দরের গলা কাটা মরদেহ

যশোর: যশোরের কেশবপুর উপজেলায় চঞ্চল দাস (২৫) নামে এক নরসুন্দরের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৩০ জুন) দিনগত রাতে উপজেলার মজিদপুর গ্রামের ঋষিপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চঞ্চল ওই গ্রামের কার্তিক দাসের ছেলে। তিনি কেশবপুর বাজারে একটি সেলুনে কাজ করতেন।

নিহত চঞ্চলের বাবা কার্তিক দাস জানান, রাতে বাড়ির পাশের একটি কলাবাগানে যায় চঞ্চল। এ সময় চিৎকার শুনে এলাকাবাসী সেখানে গেলে তার গলা ও পেট কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

তবে পুলিশ বলছে, ঋষিপাড়া মাঠের মধ্যে একই এলাকার আনন্দ দাসের ছেলে সুদেব দাস (২০) ও চঞ্চলের মধ্যে প্রেমঘটিত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুদেব চাকু বের করে চঞ্চলকে গলা ও পেটে আঘাত করে পালিয়ে যায়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।