ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বজ্রপাত বিষয়ক সচেতনতা সৃষ্টি করতে মাঠ দিবস অনুষ্ঠিত

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুলাই ১, ২০২২
বজ্রপাত বিষয়ক সচেতনতা সৃষ্টি করতে মাঠ দিবস অনুষ্ঠিত

মাগুরা: মাগুরায় বজ্রপাতে মৃত্যু কমাতে তাল-খেজুরের চারা উৎপাদন, রোপণ, পরিচর্যা ও বজ্রপাত বিষয়ক সচেতনতা সৃষ্টি করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সদরের গোপালনগর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে ৫০ জন নারী ও ৫০ জন পুরুষ কৃষক অংশ নেন।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ইশ্বরদী, পাবনার আয়োজনে  অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের (বিএসআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তোফায়েল আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইয়ুম হোসেন, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. শফি আল মামুন, বৈজ্ঞানিক কর্মকর্তা রাইয়ান মীম সাইম ও জিয়াউল হক বাচ্চু।

অনুষ্ঠানে কৃষকদের দীর্ঘ মেয়াদে বজ্রপাতে মত্যুর হার কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং তাল-খেজুরের চারা উৎপাদন, পরিচর্যা ও রোপণ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ০১ জুলাই, ২০২২ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।