ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ব্যাপারীরা যে হাটে ইচ্ছা সে হাটে পশু নামাবেন: এসপি মীনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ১, ২০২২
ব্যাপারীরা যে হাটে ইচ্ছা সে হাটে পশু নামাবেন: এসপি মীনা

নারায়ণগঞ্জ: আসন্ন ঈদুল আজহায় নৌ পথে ডাকাতি, ছিনতাই, গরুর রশি টানাটানির ক্ষেত্রে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ নৌ পুলিশ।  

এজন্য থাকছে বাড়তি বোট, টহল, বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম।

নৌপথে নির্বিঘ্নে পশু আনা নেওয়া করতে পারবেন ব্যাপারীরা, এমনটাই আশ্বস্ত করছে নৌ পুলিশ।

শুক্রবার (১ জুলাই) বাংলানিউজের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) মীনা মাহমুদা।  

তিনি বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মেঘনা, ব্রহ্মপুত্রে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টাই মনিটর করা হবে কন্ট্রোল রুমের মাধ্যমে। আমরা অতিরিক্ত বোট ভাড়া করেছি এবং বাড়তি সদস্য নিয়োজিত করেছি। আমাদের টহল বৃদ্ধি করা হয়েছে। যদি কেউ কোনো ধরনের অপরাধ নৌ পথে করতে চান তাকে ছাড় দেওয়া হবে না।

তিনি জানান, অভিযোগ থাকে গরুর ব্যাপারী তাদের ইচ্ছামতো হাটে যেতে চাইলেও অনেক সময় রশি টেনে তাদের জোর করে থামিয়ে গরু নামিয়ে নেওয়া হয়। এ ধরনের কাজ করতে দেওয়া হবে না। কেউ এ ধরনের চেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। ব্যাপারীরা যে হাটে ইচ্ছা সে হাটে গরু নামাবেন। নৌ পথে কোনো চাঁদাবাজি কিংবা ডাকাতির শঙ্কা নেই তবে আমাদের নজরদারি সব সময় থাকবে। কোনো অভিযোগ পেলেই আমরা দ্রুত পদক্ষেপ নেব।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ০১ জুলাই, ২০২২ 
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।