ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুলাই ১, ২০২২
উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ

সিরাজগঞ্জ: মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীদের বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করার ঘোষণা দিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম।  

শুক্রবার (১ জুলাই) নিজ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময়কালে এমন ঘোষণা দেন তিনি।

দুপুরের দিকে মেয়র এস এম নজরুল ইসলাম নিজেই বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্য সন্তান। তাদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের ভাষা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা পেয়েছি। এ কারণে পৌরসভায় বসবাসরত শতাধিক মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া প্রত্যেক মুক্তিযোদ্ধার বাড়ির সামনে পৌরসভার অর্থায়নে সাইনবোর্ড ও বৈদ্যুতিক লাইট স্থাপন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।