ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ১, ২০২২
উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি পুরাতন দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ৭০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (১ জুলাই) ভোরে অভিযান চালানো হয়।

আটকরা হলেন, উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ইষ্টের বাসিন্দা মনির আহমদের ছেলে রফিক (২০) ও একই ক্যাম্পের মৃত হোসেনের ছেলে জাহেদ জলিল (৪৫)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক বলেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়।  আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।