ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে মহিলা পরিষদের সভাপতি সীতা-সম্পাদক রিজিয়া 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ১, ২০২২
বাগেরহাটে মহিলা পরিষদের সভাপতি সীতা-সম্পাদক রিজিয়া 

বাগেরহাট: নানা আয়োজনে বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার ১২তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (০১ জুলাই) সকালে পুরোনো শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় মহিলা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাকসুদা রেহানা রোজী।

পরে শিল্পকলা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়।

র‌্যালি শেষে অডিটোরিয়াম মিলনায়তনে অ্যাডভোকেট সীতা রানী দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বক্তব্য দেন- বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জাতীয় মহিলা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাকসুদা রেহানা রোজী, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা, সুপ্রিম কোর্টের আইনজীবী সবুর হোসেন প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে সীতা রানী দেবনাথকে পুনরায় সভাপতি ও রিজিয়া পারভিনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।  
 
বাংলাদেশ সময়: ২১ জুলাই, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।