ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুলাই ২, ২০২২
জামালপুরে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়াতে ক্ষেতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে মকবুল ফকির (৫৪) ও হানিফ ফকির (৫৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ জুলাই) বিকেলের কোনো এক সময় বজ্রপাতে তদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ঝাউগড়া ইউনিয়নের পইরবাড়ী এলাকার মৃত মেহার ফকিরের ছেলে মকবুল ফকির এবং মৃত বাহার ফকিরের ছেলে হানিফ ফকির। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই ছিলেন।

স্থানীয়রা জানান, মকবুল ফকির ও হানিফ ফকির শুক্রবার সকালে টগারচর পূর্ব পাড়া ঝিনাই নদীর পড়ে দিনমজুর হিসেবে তাদের ভাতিজা ফজলুল ফকিরের জমিতে পাট কাটতে যান। ক্ষেতটি নদীর পাড়ে চরের মধ্যে হওয়ায় সারাদিন তাদের আর কেউ খোঁজ নেয়নি। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় তাদের খোঁজ করতে গেলে দুইজনকে ক্ষেতে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঝাউগড়া ইউনিয়নের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা হেনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।