ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোর শিল্পকলা নির্বাচনে লাল-সবুজ পূর্ণ প্যানেলের জয় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
যশোর শিল্পকলা নির্বাচনে লাল-সবুজ পূর্ণ প্যানেলের জয় 

যশোর: যশোর শিল্পকলা একাডেমির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।  

শনিবার (০২ জুন) জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

ভোট গণনা শেষে সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে পুরো প্যানেল নিয়ে বিজয়ী লাল-সবুজ।

প্রাপ্ত ফলাফলে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে দুটি পদে সাজ্জাদুর রহমান খান বিপ্লব (৪৮৬), ফারাজী আহমেদ সাঈদ বুলবুল (৪৪৪), সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু (৪৪০), দুটি যুগ্ম-সাধারণ সম্পাদক পদে চঞ্চল কুমার সরকার (৪৩৪), অনুপম দাস (৪২৯), ৩ জন কার্যকরী সদস্য পদে বাসুদেব বিশ্বাস (৪৯২), ডা. আতিকুরজ্জামান (৪৮৬), শহিদুল হক বাদল (৪৩৯)।  

এ বছর মোট আট পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি পরিষদে (লাল-সবুজ ও রঙধনু) বিভক্ত হয়ে ৮টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সহসভাপতি ২ জন, সাধারণ সম্পাদক একজন, ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩ জন কার্যকরী সদস্য। এছাড়া শিল্পকলা একাডেমির মহাব্যবস্থাপক চারজন এবং জেলা প্রশাসক একজনকে কার্যকরী সদস্য হিসেবে মনোনয়ন দেবেন।  

এদিকে, শিল্পকলা একাডেমির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচন এলাকায় সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলায় পরিণত হয়। এছাড়া নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক-সুশীল সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ভোট উৎসবে সামিল হন।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
ইউজি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।