ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-ব্রাজিলের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তির অনুমোদন 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
বাংলাদেশ-ব্রাজিলের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তির অনুমোদন 

ঢাকা: বাংলাদেশ ও ব্রাজিল সরকারের মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার (০৩ জুলাই) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

তিনি বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ইমিডিয়েটলি একটা চুক্তি সই হবে যে, কূটনীতিক এবং অফিসিয়াল কর্মকর্তা-কর্মচারীরা যারা বিদেশ ভ্রমণ করবে তারা যেন ভিসা ছাড়া অন-অ্যারাইভাল ভিসাতে ভ্রমণ করতে পারে সেজন্য এটা নিয়ে এসেছে, কেবিনেট এটার অনুমোদন দিয়েছে।  

এ সপ্তাহের মধ্যেই চুক্তি সই করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাজিল যাবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।