ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অটোমেটিক রোবট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
অটোমেটিক রোবট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেডের কারখানায় লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ কাজে ব্যবহার করা হয়েছে ফায়ার অটোমেটিক রোবট।

সোমবার (৪ জুলাই) সকাল ৭টা ৪০ মিনিটে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন তবে গুরুতর নয়।

আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে ফায়ার সার্ভিসের অত্যাধুনিক প্রযুক্তি অটোমেটিক ফায়ার রোবট। এর মাধ্যমে ঘটনাস্থলের ভেতরে রোবট আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে আমাদের ১১টি ইউনিট ও অন্যান্য ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর তা জানা যাবে।

*** সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মেঘনার আগুন
*** মেঘনা শিল্পাঞ্চলে কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
*** মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।