ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টিকিট কালোবাজারি নিয়ে ব্যাখ্যা দিলেন কমলাপুর স্টেশন ম্যানেজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
টিকিট কালোবাজারি নিয়ে ব্যাখ্যা দিলেন কমলাপুর স্টেশন ম্যানেজার ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রেলের টিকিট কালোবাজারি নিয়ে বাংলানিউজের সংবাদ প্রকাশিত হওয়ার পর সেটার ব্যাখ্যা দিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার।

তিনি বলেন, সুন্দরবন এক্সপ্রেসে ৪৪১ সিট বিক্রি করার কথা।

সেখানে ১২৭ নম্বর সিরিয়ালের যাত্রী টিকিট পাননি কারণ প্রায় সবাই চারটি করে টিকিট কাটেন।

এ সময় বাংলানিউজ প্রতিবেদক জানতে চান লাইন থেকে সরিয়ে নতুন করে কীভাবে নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় অন্যরা টিকিট পাচ্ছে- এমন প্রশ্নের জবাব দেননি তিনি।

সোমবার (৪ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটে সংবাদ সম্মেলনে এ কথা বলেন কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার।

তিনি বলেন, পুরুষ যাত্রীদের লাইন ছাড়াও নারী যাত্রী ও রেল-সামরিক বাহিনীর জন্য পৃথক লাইন আছে।  

যাত্রীর চাপ বেশি। যাত্রীর চেয়ে টিকিট অপ্রতুল সেজন্য ট্রেনের টিকিট না বাড়ালে সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেন তিনি।

এর আগে রোববার (৩ জুলাই) ১৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি চুয়াডাঙ্গার অগ্রিম টিকিট কাটতে আসা সালাউদ্দিন আহমেদ নামে এক যাত্রী। সঙ্গে ছিলেন তার এক বন্ধুও। তাদের সিরিয়াল নম্বর ১২৭ ও ১২৮।  

অথচ সিরিয়াল ছাড়া হঠাৎ আসা কিছু মানুষের টিকিট পাওয়াকে ‘জাদু’ বলছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী।

এ ঘটনা নিয়ে বাংলানিউজে টিকিট কালোবাজারিতে ‘জাদু’ দেখাচ্ছেন রেলের বুকিং সহকারী শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

রোববার নারী যাত্রীরাও একই অভিযোগ তুলে স্টেশন ম্যানেজারের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন।

চুয়াডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতি দেয় সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস। তিনটি ট্রেনেরই অর্ধেক টিকিট অনলাইনে ও অর্ধেক স্টেশনে বিক্রি হচ্ছে। স্টেশনের বিক্রয়কৃত টিকিটের পরিমাণ ১ হাজারের ২০০ এর অধিক।  

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হচ্ছে। গতবারের মতো এবারও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে ও বাকি ৫০ শতাংশ টিকিট মিলছে অনলাইনে।  

কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের ও ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারে ও অনলাইনে টিকিট বিক্রি করা হবে। টিকিট ক্রয়ের জন্য যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে টিকিট কাটতে হবে।

রেল সূত্রে জানা গেছে, ঢাকার কমলাপুর স্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, কমলাপুর শহরতলী প্ল্যাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২ 
এনবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।