ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সমুদ্রে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
সমুদ্রে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে তানভীরুল হক তামিম (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জুলাই)  বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তামিম কক্সবাজার বাস টার্মিনাল এলাকার নুরুল হকের ছেলে এবং কক্সবাজার বায়তুশ শরফ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্র।

এ ঘটনায় মাহিম (১৪) নামে আরেক স্কুলছাত্রকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাহিম কক্সবাজার শহরের জেল গেইট এলাকার নুরুল ইসলাম ভুট্টোর ছেলে। সে উত্তরণ মডেল স্কুলের ছাত্র।  

মাহিমের বন্ধু ইকবাল নাহিদ জানায়, বিকেলে তামিমসহ ৬ বন্ধু টিউব নিয়ে সৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নামে। তাদের মধ্যে ৩ জন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ও ৩ জন উত্তরণ মডেল স্কুলের ছাত্র। গোসলের একপর্যায়ে দুই জন হঠাৎ স্রোতের টানে ভেসে যায়। খবরটি তারা তাৎক্ষণিকভাবে লাইফগার্ড কর্মীদের অবহিত করে।

সি-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান জানান, খবর পেয়ে সেখানে দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা প্রথমে মাহিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তামিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাহিম এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুলাই ০৪,২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad