ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাম্বলসহ ৩ ইউপির কাউন্সিলর পদে ভোট ১৪ জুলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
চাম্বলসহ ৩ ইউপির কাউন্সিলর পদে ভোট ১৪ জুলাই

ঢাকা : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলসহ তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কাউন্সিলর পদে আগামী ১৪ জুলাই ভোটগ্রহণের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিতই থাকবে।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান সোমবার (৪ জুলাই) সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বাঁশখালী উপজেলার চাম্বল, সাতকানিয়ার এওচিয়া ও মধুপুর উপজেলার অরণখোলা ইউপি নির্বাচন গত ১৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার ভোট স্থগিত করে ইসি।

চাম্বল ইউপি ভোটে চেয়ারম্যান পদের এক প্রার্থীর বিরুদ্ধে মামলাও দেয় নির্বাচন কমিশন। চেয়ারম্যান পদে নির্বাচনের পরিবেশ এখনও স্থিতিশীল না হওয়ায় কেবল কাউন্সিলর পদে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিল ইসি।

রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে-চেয়ারম্যান পদ ব্যতীত এ তিন ইউপির অন্যান্য পদে যে পর্যায় থেকে নির্বাচন স্থগিত করা হয়েছিল, সেই পর্যায় থেকে পদ্ধতিগতভাবে ১৪ জুলাই ভোটগ্রহণের সিদ্ধান্ত দিয়েছে ইসি।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।