ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

‘যৌক্তিক কারণ’ দেখালে মোটরসাইকেল আটকাবে না পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
‘যৌক্তিক কারণ’ দেখালে মোটরসাইকেল আটকাবে না পুলিশ

ঢাকা: ঈদযাত্রায় যৌক্তিক কারণ দেখালে মোটরসাইকেল আটকাবে না পুলিশ। এমনকি নিজ পরিবারের সদস্যদের নিয়ে বাড়িও যেতে পারবেন মোটরসাইকেলচালক।

সংশ্লিষ্টদের মতে, ঢাকার আশপাশের জেলায় ১ থেকে ২ ঘণ্টার দূরত্বের পথ তারা চাইলে মোটরসাইকেলে যেতে পারেন। বেশি দূরত্বের যাত্রার ক্ষেত্রে যৌক্তিকতা দেখাতে পারবেন না চালকরা।

বুধবার (৬ জুলাই) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঈদে মোটরসাইকেল চলাচলের বিধিনিষেধের বিষয় নিয়ে আলোচনা হয়।

বিআরটিএ মোটরসাইকেলে চলাচলে যে বিধিনিষেধ আরোপ করেছে, তা জনরোষ তৈরি করবে বলে মনে করছেন একাধিক কর্মকর্তা। তাই যৌক্তিক কারণ দেখালে আশপাশের দূরত্বের মোটরসাইকেল আরোহীদের ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে সভায়।

সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, বিপুলসংখ্যক মানুষ ঈদের সময় মোটরসাইকেল নিয়ে বাড়ি যান। পুলিশ কীভাবে তাদের ঠেকাবে? বাড়ি যাওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারলে পুলিশ মোটরসাইকেল চালকদের ছেড়ে দেবে।

পুলিশ কর্মকর্তারা মনে করছেন, ঈদের সময় প্রতিটি মোটরসাইকেল আটকে তার বাড়ি যাওয়ার কারণ জানা যৌক্তিক উপায় নয়। বার বার রাস্তা বন্ধ করে মোটরসাইকেল আটকালে দীর্ঘ যানজটের আশঙ্কা তৈরি হবে।

বৃহস্পিতবার থেকে ঢাকার প্রবেশমুখে অন্তত ৮টি চেকপোস্টে পুলিশ দায়িত্বপালন করবে। তবে প্রতিটি মোটরসাইকেল আটকে যাচাই করা পুলিশের একার পক্ষে করা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত থাকলে পুলিশ সহায়তা করবে। বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত ছাড়া এটি প্রতিপালন পুলিশের জন্য চ্যালেঞ্জিং।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।