ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রাজু ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে জেলা শহরের দক্ষিণ পৈরতলা রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

রাজু নওমুসলিম, তার পূর্বে নাম ছিল রাজু চন্দ্র বনিক। তিনি জেলার কসবা উপজেলার কৃষ্ণপুর দক্ষিণ পাড়া বনিক বাড়ির সাধন বনিকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সালাউদ্দিন খান নোমান বলেন, সকালে দক্ষিণ পৈরতলা রেলগেইটের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাতে চট্রগ্রামগামী কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে পুলিশ ফাঁড়িতে নিহতের স্ত্রী এসেছেন।

সালাউদ্দিন খান আরও বলেন, সোহাগী আক্তারকে বিয়ে করে রাজু হিন্দু থেকে মুসলিম হয়ে যান। তার নতুন নাম রাখা হয় রাজু ইসলাম। গতকাল বাড়ি থেকে বের হয়ে আসেন রাজু। সকালে তার মোবাইল নাম্বারে কল দেওয়া হলে এক ব্যক্তি রিসিভ করে জানান, মোবাইলের মালিক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।