সিলেট: ২৪ ঘণ্টার মধ্যেই পশুরহাট ও কোরবানির পশু জবাইয়ের বর্জ্য অপসারণ করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আর নির্ধারিত স্থানে কোরবানি দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, গত বছরের ধারাবাহিকতায় এবারও কোরবানির ২৪ ঘণ্টার মধ্যেই নগর পরিচ্ছন্নতার কাজ শেষ করা হবে। কোরবানির দিন বর্জ্য অপসারণের সকাল ৬টা থেকে কয়েক স্থরে অন্তত ১ হাজার ৪শ’ পরিচ্ছন্নতাকর্মী কাজ করেবেন নগরজুড়ে।
২৪ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে নগরকে ৪টি জোনে বিভক্ত করা হয়েছে।
সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করতে সিসিকের ১১টি মনিটরিং টিম পর্যবেক্ষণ করেবে।
বর্জ্য অপসারণের পরপর জীবাণুমুক্তকরণে নগরজুড়ে জীবাণুনাশক ওষুধ ও স্প্রে করা হবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিসিকের কাউন্সিলর, বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা বর্জ্য অপসারণ কাজের তরদারকি করবেন।
নগরের পরিবেশ ঠিক রাখতে নগরবাসীকেও পরিচ্ছন্নতার কাজে সিসিকের কর্মীদের সহযোগিতার আহবান জানান তিনি।
কোরবানির পশু জবাইয়ের বর্জ্য কোনোভাবেই বাসাবাড়ির আশপাশের কোনো ড্রেন ছাড়া কিংবা নদীতে না ফেলার আহ্বান জানান মেয়র।
বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এনইউ/আরবি