ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফাঁকা নারায়ণগঞ্জে ঈদের আমেজ

মাহফুজুর রহমান পারভেজ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
ফাঁকা নারায়ণগঞ্জে ঈদের আমেজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা এখন পুরো ফাঁকা। জেলাটি মূলত শিল্পাঞ্চল, যা প্রাচ্যের ড্যান্ডি হিসেবে খ্যাত।

 

নারায়ণগঞ্জে জেলার বাইরের অনেক মানুষ জীবিকার তাগিদে এসে কাজ করেন। কর্মক্ষেত্রে ঈদের ছুটি থাকায় এদের অধিকাংশই চলে গেছেন গ্রামের বাড়িতে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে। এতে করে নগরী এখন প্রায় ফাঁকা।  

শনিবার (৯ জুলাই) দুপুরের পর থেকে নগরীর ফাঁকা চিত্র উঠে আসে সামনে। ফাঁকা নগরীতে নগরবাসীর মনে বিরাজ করছে ঈদের আমেজ।

নগরীর চাষাঢ়ার বাসিন্দা হাবিবুর রহমান জানান, ঈদে নগরী ফাঁকা হলে চলাচলে সুবিধা হয়। সব কিছু ফাঁকা হয়ে যায়। ঈদের সময়টায় অফিস আদালত ফ্যাক্টরী মার্কেট সব থাকে বন্ধ। এতে করে নগরীর বাইরের মানুষও নগরীতে প্রবেশ করে না। ঈদের সময়টাতে সবাই ছুটি কাটায়। তাই এ সময়ে ঈদের আমেজ বিরাজ করে ফাঁকা নগরীতে।  

এদিকে নগরী ফাঁকা হলেও নগরবাসীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। ৭ দিনের বিশেষ টহল ও কয়েক ধরনের নিরাপত্তা ব্যবস্থা নগরবাসীর জানমালের নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।