ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফাঁকা মহাসড়কে গতি নিয়ন্ত্রণের অনুরোধ ট্রাফিক বিভাগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
ফাঁকা মহাসড়কে গতি নিয়ন্ত্রণের অনুরোধ ট্রাফিক বিভাগের ছবি: ডিএইচ বাদল। ফাইল ফটো

নারায়ণগঞ্জ: ঈদ উপলক্ষে বহু মানুষ শহর ছেড়েছেন। এ কারণে সড়কে নেই যানবাহনের চাপ।

 নারায়ণগঞ্জ এলাকার ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক একেবারে ফাঁকা। প্রতি বছর দু’ঈদে এ ফাঁকা সড়কে গাড়ির দ্রুতগতির কারণে ঘটে অনেক দুর্ঘটনা। এতে ঝরে যায় বহু তাজা প্রাণ।

ঈদের এ সময়টায় ফাঁকা মহাসড়কে চলাচলে চালকদের গতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষভাবে অনুরোধ করেছে জেলা ট্রাফিক বিভাগ।

চালকদের বিশেষভাবে অনুরোধের এ বার্তা বাংলানিউজের মাধ্যমে মহাসড়কে চলাচলকারীদের দেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন।

তিনি বলেন, প্রতি বছর ঈদের সময়টায় ফাঁকা সড়কে অনেক মোটরসাইকেল দুর্ঘটনার ঘটে। এছাড়া বহু গাড়িও দুর্ঘটনার কবলে পড়ে। এজন্য এবার চালকদের আমি বিশেষভাবে অনুরোধ করছি যেন মহাসড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল বা গাড়ি না চালায়।

তিনি আরও বলেন, এমনিতেই সড়ক ফাঁকা, যানজটহীন, তাই দ্রুতগতিতে গাড়ি চালানোর প্রয়োজন পড়েনা। আশা করছি আমাদের অনুরোধ রাখবেন চালকরা। তবুও পথে পথে আমরা তল্লাশি চৌকি রেখেছি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।