ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে কোরআন অবমাননাকারী জেল হাজতে

আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

নাটোর : নাটোরের বড়াইগ্রাম উপজেলার খোকসা গ্রামে কোরআন অবমাননার ঘটনায় আটক হরফ আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আজিজ বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে হরফ আলীকে আটকের পর রাতেই বড়াইগ্রাম থানায় তার বিরুদ্ধে কোরআন অবমানের দায়ে মামলা করেন উপ-পরিদর্শক আব্দুল মালেক।

ওই মামলায় বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

নাটোর কোর্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম বাংলানিউজকে জানান, হরফ আলীকে বড়াইগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাহমুদুল হাসান তাকে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন।

উল্লেখ্য, খোকসা এলাকার মৃত আকাইল আলীর ছেলে হরফ আলী (৪৫) পারিবরিক কলহের জের ধরে মঙ্গলবার বিকেলে কোরআন ছিঁড়ে ফেলেন। এই ঘটনায় এলাকাবাসী তাকে তওবা পড়তে বললে তার বন্ধুরা উল্টো এলকাবাসীদের হুমকি দেন। এতে ক্ষুদ্ধ এলাকাবাসী হরফ আলী ও তার সহযোগীদের আটকের দাবিতে রাত ৯টায় দিকে বিক্ষোভ মিছিল করে। পুলিশ রাত ৩টার দিকে হরফ আলীকে আটক করে। পরদিন সকালে এলাকাবাসী একই দাবিতে বনপাড়া-হাটিকুমরুল টোল সড়ক অবরোধ করে।

বাংলাদেশ সময় : ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।