ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

জাতীয়

চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা জারি 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা জারি  সতর্ক অবস্থায় বিজিবি।

বেনাপোল (যশোর): বেনাপোল ও শার্শা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  

সোমবার (১১ জুলাই) ঈদের দ্বিতীয় দিনেও কড়া নিরাপত্তায় থাকতে দেখা যায় বিজিবি সদস্যদের।

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। সীমান্তবর্তী এলাকায় টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে।  

এছাড়া বেনাপোলের গাতীপাড়া, বড়আঁচড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা, পুটখালী ও শার্শার গোগা, কায়বা, অগ্রভুলোট, রুদ্রপুর, কাশিপুর, শিকারপুর, শালকোনা এবং শাহজাতপুর সীমান্ত এলাকা ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।