ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে কাজ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে কাজ চলছে

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মালবাহী ট্রেনের একটি বগী লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে সারা দেশের সঙ্গে সিলেটর ট্রেন যোগাযোগ।

এদিকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।
 
আখাউড়া রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ জানান মো. মনির উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। উদ্ধার কাজ শেষ হতে আরেও ঘণ্টা খানেক সময় লাগবে। এরই মধ্যে দুর্ঘটনা কবলিত বগিটি রেখে অন্যান্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে  মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার হরষপুর ও মুকন্দপুরের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বগিটি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১২ জুলাই, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।