ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

শতবর্ষী খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প, এলাকাবাসীর প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
শতবর্ষী খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প, এলাকাবাসীর প্রতিবাদ

সিরাজগঞ্জ: চার গ্রামের খেলার মাঠ রক্ষার দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।  

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদীপাড়া গ্রামে খেলার মাঠে দাঁড়িয়েই শত শত নারী ও পুরুষ মানববন্ধনে অংশ নেন।

 

মানববন্ধনে এ সময় বক্তারা বলেন, শত বছরের পুরনো খেলার মাঠটি ধ্বংস করে সেখানে আশ্রয়ণ প্রকল্প স্থাপন করার অপচেষ্টা হচ্ছে। আমরাও চাই আশ্রয়ণ প্রকল্প নির্মাণ হোক। কিন্তু সেটা, কোনোক্রমেই চার গ্রামের খেলার মাঠ ধ্বংস করে নয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রোভিসি প্রফেসর ড. মুহম্মদ আব্দুল জলিল, বয়োজ্যেষ্ঠ মুরুব্বি রওশন আলী, আমজাদ হোসেন, হবিবুর রহমান তালুকদার, গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আখতার, বিকেএসপির নারী ক্রিকেট দলের খেলোয়াড় নয়নতারা খাতুন প্রমুখ।

মানববন্ধনে হলদিঘর, বলদীপাড়া, হরিরামপুর ও ভৈরব গ্রামের স্কুল শিক্ষক, শিক্ষার্থীসহ তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।