ঢাকা, মঙ্গলবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ জুন ২০২৪, ২৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

নানিয়ারচরে বজ্রপাতে ইউপি সচিব নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
নানিয়ারচরে বজ্রপাতে ইউপি সচিব নিহত

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বজ্রপাতে বুড়িঘাট ইউনিয়ন পরিষদের সচিব জয় চকমা (২৮) নিহত হয়েছেন।  

শনিবার (১৬ জুলাই) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার।

জয় চকমা ওই ইউনিয়নের নানাক্রুম পাড়া এলাকার সত্যলাল চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে- শুক্রবার সন্ধ্যার দিকে নানিয়ারচর উপজেলায় বজ্রসহ বৃষ্টিপাত হয়। সেসময় জয় চাকমা বুড়িঘাটস্থ নিজ বাড়িতে বসে কম্পিউটারে কাজ করছিলেন। বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।  

বুড়িঘাট ইউপি প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমা বজ্রপাতে জয় চাকমা মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় একই এলাকার পূর্ণিমা চাকমা (২০) নামে এক তরুণী আহত হয়েছেন।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।