নবাবগঞ্জ, (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট মিনি কক্সবাজার এলাকায় পদ্মা নদীতে ডুবে বুয়েট ছাত্র তারিকুজ্জামান সানির (২৬) মৃত্যু হয়েছে। এ ঘটনায় হওয়া মামলায় তার সঙ্গে যাওয়া ১৫ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, শুক্রবার (১৫ জুলাই) রাতে দোহার থানায় একটি হত্যা মামালা দায়ের করেন নিহতের পরিবার।
মামলায় সন্দেহভাজন সানির সঙ্গে ঘুরতে আসা ১৫ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে সানিসহ ১৬ জন দোহারে ঘুরতে আসেন। রাত আটটার দিকে মৈনটঘাটের তীরবর্তী অবস্থানরত ড্রেজারের বাল্কহেডে উঠে মোবাইলে সেলফি তুলার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন সানি। ১৫ জুলাই সকাল ১১টায় ফায়ার সার্ভিসের দুটি টিমের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।
নিহত সানি শরীয়তপুর জেলার জাজিরা থানার ডাঙ্গুর বেপারীকান্দি গ্রামের হারুন উর রশীদর ছেলে বলে জানা গেছে। তিনি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
এএটি