ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

পানির মোটর চালু করতে গিয়ে প্রাণ গেল নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
পানির মোটর চালু করতে গিয়ে প্রাণ গেল নারীর

ঢাকা: রাজধানীর ডেমরা দুর্গাপুর এলাকায় একটি বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিপালী নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দিপালীর মেয়ে রাত্রী রায় জানান, তারা দুর্গাপুরে নিজেদের একতলা বাড়িতে থাকেন। তার বাবার নাম ভোলানাথ রায়। সন্ধ্যার দিকে তার মা পানি তোলার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।