ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

২৫ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
২৫ কেজি গাঁজাসহ আটক ২

ঢাকা: নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে বন্দর থানার রাফি ফিলিং স্টেশনের সামন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শাকিল (২১) ও সোহাগ (২১)।

র‌্যাব-৩ এর পুলিশ সুপার (এসপি) বীণা রানী দাস জানান, কুমিল্লা থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে গাঁজার চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বাস আটকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের ট্রাভেল ব্যাগে লুকানো ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাসযোগে গাঁজা সরবরাহ করে আসছিলেন। তাদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।