ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

রাজশাহী: রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। এ ঘটনায় এক অস্ত্র বিক্রেতাকে আটক করা হয়েছে।

 

রোববার (১৭ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অবৈধ অস্ত্রসহ আটক ব্যক্তির নাম আল-রিয়াদ (৩০)। তিনি রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার রানীনগর সাধুরমোড় এলাকার নাজিরুল ইসলামের ছেলে।

র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মো. নাজমুস সাকিব জানান, দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, একটি লোহার হাতুড়ি, একটি মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় মহানগরের বোয়ালিয়া থানার রানীনগর সাধুরমোড় এলাকার আল-রিয়াদকে আটক করা হয়।  

জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।