ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় অটেরিকশা চালকসহ আহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় অটেরিকশা চালকসহ আহত ৪

সিলেট: সিলেট-তামাবিল সড়কে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকসহ ৪ জন আহত হয়েছেন।

রোববার (১৭ জুলাই) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফটকের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নোহা মাইক্রোবাসটি একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।  
 
এ বিষয়ে জানতে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদের সেলফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।
 
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এনইউ/ এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।