ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সুমী রানী মিত্র ও সাকিয়া সুলতানার নেতৃত্বে রোববার (১৭ মে) দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানে সহায়তায় থাকা ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের এসআই মো. রমজান আলী জানান, অভিযানে নগরের মেসার্স ওয়েস্টার্ন ফার্মেসীর প্রোপাইটর মো. আ. আলাম, এম.এস. পেস্ট্রি সপের প্রোপাইটর মো. মুছা আকন, ঘরোয়া হোটেল অ্যান্ড সুইটসের প্রোপাইটর মো. নাঈম, রোজ বিলাস বিরিয়ানি হাউসের প্রোপাইটর মো. মিজানুর রহমান ও ডায়মন্ড রেস্তোরার প্রোপাইটর মো. রায়হানগণকে মূল্যের তালিকা প্রদর্শন না করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং ঔষধ বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ এবং ৫১ ধারা মোতাবেক ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  
  
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।