ঢাকা, বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

কটিয়াদীতে লরিচাপায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
কটিয়াদীতে লরিচাপায় অটোরিকশার যাত্রী নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তেলবাহী লরি ট্যাংকারের চাপায় মো. শাকিব মিয়া (২২) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও চারজন।

 

রোববার (১৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে উপজেলার গাংকুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাকিব নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি।  

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে গাংকুলপাড়ায় একটি লরি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শাকিবের মৃত্যু হয়। এতে আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।  

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক তৌফিকুল ইসলাম তৌফিক বাংলানিউজকে জানান, এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লরি ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে লরির চালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।