ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ডিএমপির ৮ কর্মকর্তার বিদায় সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
ডিএমপির ৮ কর্মকর্তার বিদায় সংবর্ধনা

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিলেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

আট জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মধ্যে দুই জন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার ও বাকি ছয় জন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সদ্য ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।

বিদায় সংবর্ধনা পাওয়া কর্মকর্তারা হলেন- কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস); মো. মনির হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার  (অপারেশনস), ডিএমপি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); মো. মাহবুব আলম, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ডিবি-দক্ষিণ), ডিএমপি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); শামীমা বেগম, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট), ডিএমপি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); মিরাজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স), ডিএমপি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); মঈনুল হক, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস), ডিএমপি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); মো. ইলিয়াস শরীফ, যুগ্ম পুলিশ কমিশনার (সিটিটিসি), ডিএমপি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও মো. আনিসুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম), ডিএমপি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে স্মৃতিচারণ করেন।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার; যুগ্ম পুলিশ কমিশনার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মনির হোসেনকে উপ-পুলিশ মহাপরিদর্শক, বিশেষ শাখা (এসবি); যুগ্ম পুলিশ কমিশনার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মাহবুব আলমকে উপ-পুলিশ মহাপরিদর্শক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন; যুগ্ম পুলিশ কমিশনার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শামীমা বেগমকে উপ-পুলিশ মহাপরিদর্শক, বিশেষ শাখা (এসবি); যুগ্ম পুলিশ কমিশনার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মিরাজ উদ্দিন আহম্মেদকে উপ-পুলিশ মহাপরিদর্শক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন; যুগ্ম পুলিশ কমিশনার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মঈনুল হককে উপ-পুলিশ মহাপরিদর্শক, শিল্পাঞ্চল পুলিশ; যুগ্ম পুলিশ কমিশনার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ইলিয়াছ শরীফকে উপ-পুলিশ মহাপরিদর্শক, ট্যুরিস্ট পুলিশ ও  যুগ্ম পুলিশ কমিশনার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)  মো. আনিসুর রহমানকে উপ-পুলিশ মহাপরিদর্শক, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিএমপি কমিশনার। তাঁদের পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।