ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

আদালত থেকে ফেরার পথে কারাগারে নিয়ে এলো গাঁজা-ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
আদালত থেকে ফেরার পথে কারাগারে নিয়ে এলো গাঁজা-ইয়াবা

গাজীপুর: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ বন্দি এক হাজতি আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে কারাগারে নিয়ে এসেছে গাঁজা-ইয়াবা ও মোবাইল।

রোববার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগারের ফটকে ওই হাজতির দেহ তল্লাশি করে এসব জব্দ করে কারা কর্তৃপক্ষ।

ওই হাজতির নাম- বুলবুল ইসলাম। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ তার হাজতি নং ৫০৮/১৫।

কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি হাজতি বুলবুল ইসলামকে সকালে হাজিরা দেওয়ার জন্য ঢাকা জজ কোর্টে পাঠানো হয়। হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়। পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ফটকে বুলবুল ইসলামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পড়নের লুঙ্গির ভেতর থেকে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও ৫টি মোবাইল ফোন জব্দ করে কারা কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জেল কোড অনুযায়ী ওই হাজতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।