ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঘাটে লঞ্চের ধাক্কায় শিশুসহ আহত ২০

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
ঘাটে লঞ্চের ধাক্কায় শিশুসহ আহত ২০

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে কালাইয়া টু ঢাকাগামী এমভি ধুলিয়া-১ দোতালা লঞ্চের ধাক্কায় পন্টুনে অপেক্ষমাণ শিশু ও বৃদ্ধসহ কমপক্ষে ১৫-২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় ধুলিয়া লঞ্চ ঘাটে তাড়াহুড়ো করে ভিড়তে গিয়ে সজোরে পন্টুনে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত শিশু মারজিয়া (২)  বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আহত হয়েছেন মেহেদি হাসান (৩২), আশ্রাফ গাজীসহ (৫০) ১৫-২০ জন যাত্রী।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বাংলানিউজকে বলেন, বাউফলের ধুলিয়া লঞ্চঘাটে সন্ধ্যার দিকে একটি লঞ্চ থামানোর পরে অপর একটি লঞ্চ এসে ধাক্কা দেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।