ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতুতে ট্রাক উল্টে ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
পদ্মা সেতুতে ট্রাক উল্টে ২ জনের মৃত্যু

শরীয়তপুর: পদ্মা সেতুতে মিনি ট্রাক (পিকআপ ভ্যান) দুর্ঘটনায় কাউসার (৩০) ও রাজু (৪০) নামে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ জন।

রোববার (১৭ জুলাই) রাতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৬ ও ১৭ নম্বর পিলারের মাঝখানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন শরিয়তপুর জেলার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী, শিশু ও পিকআপ ভ্যানের চালক।

পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, খালি অক্সিজেন সিলিন্ডার ভর্তি একটি ট্রাকটি পদ্মা সেতু হয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পদ্মা সেতুর উপরে ১৬ ও ১৭ নম্বর পিলারের মাঝ বরাবর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। আহত পাঁচ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।