ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে ২০০ টাকার জন্য মারামারি, যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
সোহরাওয়ার্দী উদ্যানে ২০০ টাকার জন্য মারামারি, যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুইশ’ টাকা লেনদেনকে কেন্দ্র করে বিল্লাল হোসেন (৩০) ও বাবু নামে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অসুস্থ হয়ে কিছুক্ষণ পরে মৃত্যু হয়েছে বিল্লাল হোসেনের।

 

সোমবার (১৮ জুলাই) বিকেলের দিকে শাহবাগ সোহরাওয়ার্দী উদ্যানে এ মারামারির ঘটনা ঘটে। কিছুক্ষণ পরে বিল্লাল অসুস্থ হয়ে মারা যান। পরে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাবু ও বিল্লাল উভয়ে ঢাকায় ভাসমানভাবে থাকতেন। শাহবাগের আশপাশের পার্কে,রাস্তায় বিভিন্ন জায়গায় ঘোরাঘোরি করে ফুটপাতে রাতযাপন করতেন। তারা দু’জন উভয়ের পরিচিত। জানা গেছে,বিকেলে দুইশ’ টাকা লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয়। এতে বিল্লাল অসুস্থ হয়ে কিছুক্ষণ পরে মারা যান। এ ঘটনায় বাবুকে আটক করা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী মামলা হবে।

বাংলাদেশ সময়: ২২৩৭  ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।