ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে নিজ অস্ত্রের গুলিতে র‌্যাব সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

ঢাকা: রাজধানীতে দায়িত্বপালনরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন র‌্যাব-১ এর নায়েক মিলন সরকার (৩০)। বারিধারা এলাকায় আমেরিকার দূতাবাসের কাছে এপিবিএন চেকপোস্টের সামনে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

 

র‌্যাব-১-এর পরিচালক কর্নেল রাশিদুল আলম বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে র‌্যাবের একটি টহল গাড়িতে দায়িত্বরত অবস্থায় মিলনের বহনকারী এসএমজির গুলি তার থুঁতনিতে লাগে।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সহকর্মীরা গুলশানের ইউনাটেড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মিলনকে মৃত ঘোষণা করেন।

কর্নেল রাশিদুল আলম বলেন, ‘প্রাথমিক তথ্য-প্রমাণে আমরা এটাকে আত্মহত্যা বলে মনে করছি। ’

গুলশান থানার উপপরিদর্শক কেএম আশরাফ উদ্দিন বাংলানিউজকে বলেন, নিহত মিলনের লাশ দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা লাশটির সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

র‌্যাব-১ এর কর্মকর্তা মেজর মহিউদ্দিন ময়নাতদন্ত শেষে মৃতদেহটি গ্রহণ করে উত্তরা র‌্যাব কার্যালয়ে নিয়ে যান।

র‌্যাব-১ এর উত্তরা কার্যালয়ে আসরের নামাজ শেষে নায়েক মিলনের জানাযা অনুষ্ঠিত হয়। র‌্যাব মহাপরিচালক মো: মোখলেসুর রহমানসহ র‌্যাবের উর্ধবতন কর্মকর্তারা জানাযায় অংশ নেন।

পরে মিলনের মৃতদেহ গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট থানার টাঙ্গন পশ্চিমপাড়া গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্নেল রাশিদুল আলম।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।