ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সচিবালয়ে ইন্টারকম লাইন মেরামতকারী বিদ্যুৎস্পৃষ্টে নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
সচিবালয়ে ইন্টারকম লাইন মেরামতকারী বিদ্যুৎস্পৃষ্টে নিহত  সচিবালয়ের ফাইল ছবি

ঢাকা: রাজধানীর সচিবালয়ে ইন্টারকম লাইনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে মুজাহিদ উদ্দিন (৪৫) নামের টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের তৃতীয় তলার করিডোরে এ ঘটনা ঘটে।

 

অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুগরাকুল গ্রামের আবুল খায়েরের ছেলে মুজাহিদ স্ত্রী-পরিবার নিয়ে সেখানেই থাকতেন। সার্কুলার রোডে ‘আলী কম্পিউটার’ নামে একটি প্রতিষ্ঠানের টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন তিনি।

প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রহিম জানান, তারা নিয়মিত সচিবালয়ে ইন্টারকম লাইন মেরামতের কাজ করেন। আজ বিকেলে সচিবালয়ের ভেতরে ৬ নম্বর ভবনের তৃতীয় তলায় করিডরে মইয়ে দাঁড়িয়ে ইন্টারকম লাইনের মেরামত কাজ করছিলেন মুজাহিদ। সেখান থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে যান।  

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।