ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বখাটের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বখাটের জেল

ফেনী: ফেনীর সোনাগাজীতে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে প্রকাশ্যে উত্ত্যক্তের অভিযোগে আবুল হোসেন কোয়াইস (১৯) নামে এক বখাটে যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক চৌধুরী এ আদেশ দেন।

কোয়াইস সোনাগাজী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের মোবারক আলী মুন্সি বাড়ির আবুল কাশেম মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে সোনাগাজী মডেল থানা সংলগ্ন সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোনাগাজী বালিকা পাইলট হাই স্কুলের তিন জন ও আল-হেলাল একাডেমির একজনসহ চার জন ছাত্রী স্কুল ছুটির পর দুপুর ১টার দিকে হেঁটে বাড়ি ফিরছিলেন। থানা সংলগ্ন সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে গেলে তাদের গতি রোধ করে চার ছাত্রীর মধ্যে এক ছাত্রীকে ওড়না টেনে ও মাথায় আঘাত করে ভিডিও ধারণের চেষ্টা চালায় ওই বখাটে। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে দোষ স্বীকার করলে আদালত তার এ সাজা দেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, দণ্ডিত বখাটে যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ