ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

টাঙ্গাই‌লে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
টাঙ্গাই‌লে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৮ টাঙ্গাই‌লে পুলিশ-বিএনপি সংঘর্ষ

টাঙ্গাইল: টাঙ্গাই‌লে ধনবা‌ড়ী উপ‌জেলায় পু‌লিশের সঙ্গে বিএন‌পির নেতাকর্মী‌দের সা‌থে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। শুক্রবার (২২ জুলাই ) ‌বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে উপ‌জেলার ধোপাখা‌লি ইউ‌নিয়‌নের বাঘিল এলাকায় এই ঘটনা ঘ‌টে।

  

জানা গে‌ছে, ধনবাড়ী উপ‌জেলা বিএন‌পির স‌ম্মেলনের আ‌য়োজন করা হয় ধনবাড়ী সরকা‌রি ক‌লে‌জে। এই স‌ম্মেলন‌কে কেন্দ্র ক‌রে বা‌ঘিল এলাকায় বিএনপির এক‌টি গ্রু‌পের নেতাকর্মীরা স‌ম্মেল‌নের বিপ‌ক্ষে বি‌ক্ষোভ ও প্রতিবাদ সভা ক‌রেন। এক পর্যা‌য়ে নেতাকর্মীরা মধুপুর-ধনবাড়ী সড়কে অবস্থা ক‌রে প্রতিবাদ জানা‌লে পু‌লিশ তা‌দের স‌রে যেতে ব‌লে। প‌রে একপর্যা‌য়ে পু‌লি‌শের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পু‌লিশ ১৭ রাউন্ড শর্টগা‌নের ফাঁকা গু‌লি ছোড়ে। এ সময় পুলিশসহ বিএন‌পির বেশ কিছু নেতাকর্মী আহত হয়।  

মধুপুর উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক সরকার শহীদ জানান, নেতাকর্মীরা স‌ম্মেল‌নে যাওয়ার প‌থে পু‌লিশ বাধা দেয়। প‌রে মধুপুরে অরণ‌খোলা ইউ‌পির সা‌বেক চেয়ারম্যান হুমায়ুনকে আটক ক‌রে থানায় নেওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। এ‌তে পু‌লি‌শের সঙ্গে নেতাকর্মী‌দের সংঘর্ষ হয়। এ সময় তিনজন নেতাকর্মী গু‌লিবিদ্ধ হন। তাদের স্থানীয় হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।  

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) চান মিয়া ব‌লেন, স‌ম্মেলন‌কে কেন্দ্র ক‌রে বিএন‌পির এক‌টি গ্রুপ বাঘিল এলাকায় বিশৃঙ্খলা সৃ‌ষ্টি কর‌ছিল। এসময় পু‌লিশ তা‌দের স‌রি‌য়ে দি‌তে গে‌লে ইট-পাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে আক্রমণ ক‌রে। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।