ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে সন্ত্রাসী হামলায় সাংসদ মনিরুল আহত, আটক ১

কাউসার হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
বরিশালে সন্ত্রাসী হামলায় সাংসদ মনিরুল আহত, আটক ১

বরিশাল: বরিশাল-২ আসনের (উজিরপুর-বানরীপাড়া) সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি বুধবার গভীর রাতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।  

হাতে আঘাতপ্রাপ্ত অবস্থায় এখন তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।



পুলিশ জানায় নগরীর ঝাউতলা ল’ কলেজের সামনে বুধবার রাত আড়াইটায় এ হামলার শিকার হন তিনি।

৪/৫ জন সন্ত্রাসী এ হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কোপালে তার হাতে গুরুতর জখম হয়।

জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে বাংলানিউজকে জানান, কোতয়ালি থানার ওসি কমলেশ চন্দ্র হালদার।

বৃহস্পতিবার সকালে ঝাউতলা থেকে রিয়াজুল ইসলাম (৩২) কে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করে।

হাসপাতালে সাংসদ মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরেধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

শ্বশুর বাড়ির একটি ঘটনায় আগের দিন রিয়াজের সঙ্গে মনিরুলের কথা-কাটাকাটি হয় বলেও জানান তিনি।

কমলেশ চন্দ্র হালদার জানান, শ্বশুরবাড়ির নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হামলা হতে পারে।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।