ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

ডেপুটি স্পিকারের মরদেহ দেশে আসবে সোমবার 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
ডেপুটি স্পিকারের মরদেহ দেশে আসবে সোমবার  ফাইল ছবি

ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির মরদেহ আগামী সোমবার (২৫ জুলাই) দেশে আনা হবে ৷ ওইদিন সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে ৷

ঢাকায় আনার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে ৷ এরপর তাঁকে নিজ নির্বাচনী এলাকা গাইবান্ধায় নিয়ে দাফন করা হবে বলে ডেপুটি স্পিকারের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস বাংলানিউজকে নিশ্চিত করেছেন৷

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টায় (নিউ ইয়র্ক সময় বিকেল ৪টা) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
এসকে /এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।