ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

গ্রেফতাররা হলেন- শাকিল হোসেন ওরফে সাজু, জামাল হোসেন, আমিনুল ইসলাম ওরফে পারভেজ, সুমন ওরফে কালু ও রবিউল মল্লিক।

শুক্রবার (২২ জুলাই) রাতে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাকু জব্দ করা হয়।

ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার মো. ফজলুর রহমান জানান, বেড়িবাঁধ এলাকার মাহতাব পেট্রোল পাম্প অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রত্যেকেই ডাকাত দলের সক্রিয় সদস্য এবং একাধিক মামলার আসামি। হাজারীবাগ থানায় দায়েরকৃত একটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।